কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?

সঠিক উত্তর: ব্যথার দান
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ও গল্পগ্রন্থ - "ব্যাথার দান"(১৯২২)। কিন্তু তার প্রকাশিত প্রথম রচনা ও গল্প হলো - "বাউন্ডুলের আত্মকাহিনী" যা ১৯১৯ সালে "সওগাত " পত্রিকায় প্রকাশিত হয়। "অগ্নিবীণা" তার প্রথম কাব্যগ্রন্থ এবং "রাজবন্দীর জবানবন্দি" তার প্রবন্ধগ্রন্থ। আর "নবযুগ" তার সম্পাদিত পত্রিকা।