স্তন্যপায়ী প্রাণীর মুখ্য ডিম্ব ঝিল্লিক কী বলে?

সঠিক উত্তর: জোনা পেলুসিডা
স্তন্যপায়ী প্রাণীর মুখ্য ডিম্ব ঝিল্লিক  জোনা পেলুসিডা বলে | জোনা পেলুসিডা একটি শক্ত আবরণ যা কিনা ডিম্বাশয়ে ডিম্বাণু কে ঘিরে থাকে। এই আবরণ নিজ অবস্থানে থাকে যখন ডিম্বাণু ফেলোপিয়ান নালি দিয়ে ইউটেরাসে পৌঁছায়। নিষেকের জন্য শুক্রাণুকে এর মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়।