স্তন্যপায়ী প্রাণীর ডিমের ধরন -

সঠিক উত্তর: অ্যালেসিথাল
অ্যালেসিথাল (Alecithal) : যেসব ডিম্বাণুতে কুসুম প্রায় থাকে না তাদেরকে অ্যালেসিথাল ডিম্বাণু বলে। উদাহরণ- মানুষ ও অন্যান্য অমরাবাহী স্তন্যপায়ীর ডিম্বাণু। মাইক্রোলেসিথাল (Microlecithal) : যে সকল ডিম্বাণুতে অতি অল্প পরিমাণে কুসুম ও অন্যান্য সঞ্চিত খাদ্য থাকে তাদেরকে মাইক্রোলেসিথাল ডিম্বাণু বলে।