'এক দেশ দুই নীতি' কোন দেশে চালু আছে?

সঠিক উত্তর: চীনে
এক দেশে দুই নীতি চালু হয় চীনে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনের সাথে যুক্ত রয়েছে এমন কিছু দেশ যেগুলো প্রশাসনিক দিক থেকে চীনের আওতাভুক্ত। যেমন হংকং, ম্যাকাও, তাইওয়ান। এই তিনের মধ্যে বর্তমানে হংকং অর্থনৈতিক দিক থেকে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। হংকং চীনের অধীনস্ত হলেও এতে চালু আছে “এক দেশ দুই নীতি” পদ্ধতি। আজকে আমাদের আলোচনার প্রসঙ্গ সেই নীতি ও হংকং এর সাথে চীনের বর্তমান সম্পর্কের টানাপোড়েন।