১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে 'একদেশ, দুই নীতি' চালু হবে?

সঠিক উত্তর: গণচীন
আন্তর্জাতিক অর্থলগ্নির কেন্দ্র হংকং ১৫০ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে থাকার পর লিজ চুক্তির মেয়াদ শেষে চিন কে ফিরিয়ে দেয়া হয় ১৯৯৭ সালে। তখন 'এক দেশ, দুই পদ্ধতি ' ফর্মুলা ঠিক হয়েছিল, যা ৫০ বছর স্থায়ী থাকবে। চিন এর চুরান্ত কর্তৃত্ত, হংকংএর উপর থাকবে কিন্তু হংকং কে এককভাবে অনেক অংশেই চলতে দেয়া হবে। হংকং এর প্রতিষ্ঠানগুলো অক্ষুণ্ণ থাকবে, নাগরিকদের নিজস্ব অধিকার থাকবে। অর্থাৎ, হংকং চীন এর অংশ হবে অথচ চীন থেকে আলাদা থাকবে। 'এটিই হল এক দেশ দুই পদ্ধতি 'নীতি।