আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?

সঠিক উত্তর: বেরিং
★★★প্রণালীগুলোর নাম মনে রাখার কিছু কৌশল ঃ১.পক প্রণালী –(ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো)ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।২. বেরিং প্রণালী –(আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং)আমেরিকা হতে এশিয়া পৃথক ।৩.জিব্রাল্টার প্রণালী –(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়)মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।৪.ফ্লোরিডা প্রণালী –(ফ্লোরিডা কিবা?)ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।৫.মালাক্কা প্রণালী –( সুমিত্রা মালির মেয়ে)সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।৬.হরমুজ প্রণালী –(আমিরাতের ইরানী তরমুজ খায়)আরব আমিরাত ও ইরানের মধ্যেঅবস্থিত।৭.বাব-এল-মান্দেব-( লোহা এখন আরবে )লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।৮.ডোভার প্রণালী –(UK ও FRANCE এর মাঝে ডোবাআছে)যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।৯.বসফরাস প্রণালী –(ইউরেশিয়া)ইউরোপ হতে এশিয়া পৃথক।১০.পানামাখাল-(উত্তর দক্ষিণ আমেরিকায় পানখাওয়া নিষেধ)উত্তর আমেরিকা হতে দক্ষিণআমেরিকা পৃথক।