কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করছে?

সঠিক উত্তর: বসফরাস
বসফরাস প্রণালী মর্মর ও কৃষ্ণ সাগরের সংযোগ সাধন করেছে এবং এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে। বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে। মালাক্কা প্রণালী সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে। ডোভার প্রণালী ফ্রান্স ও ব্রিটেনকে পৃথক করেছে।