উভলিঙ্গ প্রাণী কোনটি?

সঠিক উত্তর: কেঁচো
উভলিঙ্গ শব্দের ইংরেজি নাম hermaphrodite ; জীববিজ্ঞানে এই ধরনের উভলিঙ্গ জীব প্রচুর রয়েছে। জবা ছাড়াও বেল, বক, ধুতুরা ইত্যাদি নানাবিধ অনেক ফুল ই এরকম উভলিঙ্গ হয়। প্রাণীদের মধ্যে কেঁচো আদর্শ উদাহরণ, এছাড়া বলি জোঁক, কৃমি, শামুক, squid… এরাও উভলিঙ্গ বটে।