কোনটি মেরুদন্ডী প্রাণী?

সঠিক উত্তর: বেজি
যেসব প্রাণীর মেরুদন্ড থাকে তাদেরকে মেরুদন্ডী প্রাণী বলা হয়। যেমন - মানুষ, ব্যাঙ, বেজি, কুমির, সাপ, কচ্ছপ, টিকটিকি, মোরগ ইত্যাদি। আবার যেসব প্রাণীর মেরুদন্ড থাকে না তাদেরকে অমেরুদন্ডী প্রাণী বলে। যেমন - কেঁচো, জোঁক, মাছি, আমিবা, স্পঞ্জ ইত্যাদি।