মিয়োটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে হোমোলগাস ক্রোমোজোম জোড়ার সৃষ্টি হয়?

সঠিক উত্তর: জাইগোটিন
মিয়োটিক কোষ বিভাজনের জাইগোটিন পর্যায়ে হোমোলগাস ক্রোমোজোম জোড়ার সৃষ্টি হয় | জাইগোটিন পর্যায়টি ''সাইন্যাপসিস'' নামক সমসত্ত্ব ক্রোমোজোমের জুটি দ্বারা চিহ্নিত। সমসত্ত্ব ক্রোমোজোমের জুটিগুলিকে বাইভ্যালেন্ট বলে। সমসত্ত্ব ক্রোমোজোমগুলির মধ্যে একটি কাঠামো বিকশিত হয় যাকে সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বলে।