কোষ বিভাজনের ------ উপ-পর্যায়ে কায়াজমা তৈরি হয়।

সঠিক উত্তর: প্যাকাইটিন
প্যাকাইটিন উপপর্যায়ের শেষের দিকে বাইভলেন্টের যেকোনো দুটি নন সিস্টার ক্রমাটিড একই স্থানে ভেঙ্গে গিয়ে একটির সাথে অন্যটির জোড়া লাগে। এটি দেখতে ইংরেজি X এর মতো মনে হয়। আর এই X আকৃতির জোড়াস্থলকেই “ কায়াজামা” বলা হয়।