মনে, করুন, আপনি একজন হিসাব রক্ষণ কর্মকর্তা। অফিসের সবার বেতন ও অন্যান্য সুবিধার প্রাপ্তির হিসাব রাখা আপনার কাজ। এ কাজে নিচের কোন প্রোগামটি সবচেয়ে সহায়ক হতে পারে?

সঠিক উত্তর: মাইক্রোসফট Excel
মাইক্রোসফট এক্সেলের কাজগুলো হলো: বিভিন্ন সরল ও জটিল হিসাব করা; বেতনবিল ও অন্যান্য হিসাব করা; চার্ট ও গ্রাফ করে পরিসংখ্যান করা; একসাথে এবং দ্রুত অনেক হিসাব করা; রেজাল্ট , স্যালারি ও অন্যান্য শিট করা হিসাব করা ; সবধরনের পরিসংখ্যাগত হিসাব বিশ্লেষণ করা; ডাটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ।