আপনি আপনার অফিসের কম্পিউটার সমূহের মধ্যে একটি নেটওয়ার্ক স্থাপনা করতে চাইলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক হবে?

সঠিক উত্তর: Local Area Network
যে নেটওয়ার্ক তৈরী করা যাবে সেটা হলো LAN or Local Area Network. এর ফলে একই অফিসের সবগুলো কম্পিউটার একসাথে সংযোগ দেয়া যাবে। তথ্য আদান প্রদান সহজ এবং দ্রুত হবে। ফলে খরচ কম হবে, কাজ সহজ এবং দ্রুত হবে।