বাংলার কোন সুলতানের শাসনকালে স্বর্ণযুগ বলা হয়?

সঠিক উত্তর: আলাউদ্দিন হোসনে শাহ
তিনি হোসেন শাহি রাজবংশের পত্তন করেন। হাবশি সুলতান শামসউদ্দিন মোজাফফর শাহ নিহত হওয়ার পর তিনি বাংলার সুলতান হন। ইতঃপূর্বে তিনি মোজাফফর শাহের উজির ছিলেন। তার শাসনামল কে বাংলার স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়।