বাংলার কোন সুলতানের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল?

সঠিক উত্তর: গিয়াস উদ্দীন আযম শাহ
গিয়াসউদ্দিন আজম শাহের সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল। সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ নিজে বিদ্বান ও কবি ছিলেন। তিনি বিদ্বান লোকদের খুব সমাদর করতেন। মাঝে মাঝে তিনি আরবি ও ফারসি ভাষায় কবিতা লিখতেন। পারস্যের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্রালাপ ছিল। একবার তিনি হাফিজের কবিতার একটি লিখে পাঠান এবং কবিতাটিকে পূর্ণ করার জন্য অনুরোধ জানান। তিনি তাকে বাংলায় আসার আমন্ত্রণ ও জানান। হাফিজ দ্বিতীয় চরণটি রচনা করে কবিতাটি পূর্ণ করে পাঠান। তিনি সুলতান এর নিকট একটি গজলও লিখে পাঠান।