বর্তমানে বিশ্বের কোন দেশটির সংবিধানকে -শান্তি সংবিধান বলা হয়?

সঠিক উত্তর: জাপান
শান্তি সংবিধান বলা হয় জাপানের সংবিধানকে । এটাকে আবার 'যুদ্ধোত্তর সংবিধান ' নামে ও অভিহিত করা হয় । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৭ সালের ৩ মে জাপান পুরানো সংবিধান রহিত করে নতুন সংবিধান রচনা করে মূলত বিশ্বযুদ্ধে পরাজয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নির্দেশনার জাপানের সংবিধান রচিত হয়েছিল। সংবিধানে উল্লেখ করা হয় জাপানি জনগণ 'জাতির একটি সার্বভৌম অধিকার হিসেবে চিরতরে যুদ্ধ পরিহার করছে' এবং ভূমি নৌ ও বিমানবাহিনীসহ অন্যান্য সম্ভাব্য যুদ্ধ সৃষ্টিকারী বাহিনী রাখবে না। এজন্যই মূলত জাপানের সংবিধান শান্তিবাদী সংবিধান নামে ও পরিচিত।