বর্তমান বিশ্বে কোন দেশের সংবিধানকে ‘শাস্তি সংবিধান’ বলা হয়?

সঠিক উত্তর: জাপান
  বর্তমানে জাপানের সংবিধানই হলো শান্তির সংবিধান২য় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৭ সালের ৩ মে জাপান পুরনো সংবিধান রহিত করে 'শাস্তি সংবিধান'  তৈরি করে নতুন সংবিধান রচনা করে। নতুন সংবিধানে উল্লেখ করে যে তারা কখনও যুদ্ধে জড়িয়ে পড়বে না।• তাই জাপানের সংবিধানকে শাস্তির সংবিধান বলা হয়।