মধ্যযুগের বাংলা সাহিত্যে 'ইউসুফ জুলেখা' একটি_

সঠিক উত্তর: প্রণয়োপাখ্যান
চতুর্দশ শতকের শেষ দিকে ও পঞ্চদশ শতকের প্রারম্ভে বাংলা সাহিত্যে মুসলিম কবিদের প্রথম পদার্পণ ঘটে। তাঁরা ফারসি বা হিন্দি সাহিত্যের উৎস থেকে উপকরণ নিয়ে অনুবাদমূলক রোমান্সধর্মী কাব্য রচনা শুরু করেন, যা রোমান্টিক প্রণয়োপাখ্যান রূপে পরিচিত লাভ করে। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম বাঙালি মুসলিম কবি শাহ মুহম্মদ সগীর। তিনি আবদুর রহমান জামি রচিত 'ইউসুফ ওয়া জুলায়খা' থেকে বাংলায় ‘ইউসুফ - জোলেখা' নামে অনুবাদ করেন। এ কাব্যের পটভূমি ইরান।