মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলসমান কবিদের উল্লেখযোগ্য অবদান কোনটি?

সঠিক উত্তর: রোমান্টিক প্রণয়োপাখ্যান
মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলসমান কবিদের উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। রোমান্টিক কাব্যই প্রণয়োপাখ্যান। বাংলা সাহিত্যে মধ্যযুগে মুসলিম কবিরা প্রধানত আরবি, ফারসি, হিন্দি প্রভৃতি ভাষা থেকে প্রেমমূলক অনুবাদ কাব্য রচনা করেছেন। যা বাংলা সাহিত্যে রোমান্টিক প্রণয়োপখ্যান হিসেবে পরিচিত।