নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। ‘রাস্তা’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

সঠিক উত্তর: করণে শূন্য
‘করণ’ শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। যেমন - নীরা কলম দিয়ে লেখে ( উপকরণ - কলম )। ‘নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা।’ ( উপায় - রাস্তা )।