'আমার গানের মালা আমি করব কারে দান।' বাক্যটিতে 'কারে'- শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

সঠিক উত্তর: কর্মে সপ্তমী
কর্তা যাকে অবলম্বন বা আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, তাকে বলা হয় কর্মকারক। যেমন - আমার গানের মালা আমি করব কারে দান। এ বাক্যে ' কারে ' শব্দটি সপ্তমী বিভক্তি।