মহাকবি আলাওল রচিত কাব্য-

সঠিক উত্তর: পদ্মাবতী
কবি আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী। আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ তথা মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি ছিলেন আলাওল। পদ্মাবতী গ্রন্থে পদ্মাবতীর রূপ বর্ণনা খণ্ডে মহাকবি আলাওল বলেন ‘রক্ত উৎপল লাজে জলান্তের বৈসে। তাম্বুল (পান) রাতুল হৈল অধর পরশে'। অর্থাৎ ঠোঁটের পরশে পান লাল হলো'। উল্লেখ্য, আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী, যা ছিল কবি মালিক মোহাম্মদ জায়সীর হিন্দি কাব্য ‘পদুমাবৎ' - এর অনুবাদ। এছাড়া তাঁর উল্লেখযোগ্য কাব্যের মধ্যে রয়েছে, হপ্ত পয়কর, সয়ফুলমুলুক বদিউজ্জামাল, সিকান্দারনামা, তোহফা ইত্যাদি