'মহাকবি আলাওল' নাটকটির রচয়িতা কে?

সঠিক উত্তর: সিকানদার আবু জাফর
মহাকবি আলাওল - নাটকটির রচয়িতা সিকান্দার আবু জাফর। তিনি ছিলেন একজন বাঙালি কবি, নাট্যকার, সঙ্গীত রচয়িতা এবং সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা "সমকাল" সম্পাদনার জন্য বিশেষভাবে খ্যাত। তার উল্লেখযোগ্য নাটক - মহাকবি আলাওল, সিরাজউদ্দৌলা, মাকড়সা, শকুন্ত উপাখ্যান ইত্যাদি।