নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের

সঠিক উত্তর: ফুসফুস
নিউমোনিয়া একটি ফুসফুসরে রোগ যা সাধারণত মাইক্রো অরগানিজম থেকে জন্মায়। এই রোগের যন্ত্রণাদায়ক আক্রমণের ফলে ফুসফুসের থলিতে অস্বস্তি কর যন্ত্রণা হয়। এর ফলে শৈত্যানুভূতি, জ্বরের আক্রমণ, বুকে ব্যথা, কাশি এবং নিঃশ্বাস - প্রশ্বাসে কষ্ট হয়।