নিউমোনিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়?

সঠিক উত্তর: ফুসফুস
নিউমোনিয়া (ফুসফুস - প্রদাহ) একটি বা উভয় ফুসফুস কক্ষে সংক্রমণ। সাধারণত, ছোট ছোট থলি যাকে ফুসফুসের আলভিওলি বলে তা বাতাসে বাতাসে ভরা থাকে। কিন্তু, নিউমোনিয়া হলে ওই আলভিওলিগুলো পুঁজ ও তরলে ভরে যায়। নিউমোনিয়া যে - কারোই হতে পারে, তবে শিশুদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়।