বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?

সঠিক উত্তর: মাউন্ট এভারেস্ট
মাউন্ট এভারেস্ট, যা নেপালে সগরমাথা এবং ত্বিএত চেহামোলাংমা নামে পরিচিতি বিশ্বের সর্বো্চ্ পবর্তশৃঙ্গ। এই শৃঙ্গটি হিমালয়ের মহালঙ্গুর হিমালয় পবর্তমালায় অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ ফুট) হলেও পৃথীবির কেন্দ্র গতে এই শৃঙ্গের দূরত্ব সর্বাধিক নয়। চীন ও নেপালের আন্তর্জাতিক সীমান্ত মাউন্ট এভারেস্টর শীর্ষবিন্দু দিয়ে গেছে। উল্লেখ্য, কেওক্রান্ড বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পবর্তশৃঙ্গ। এটি বান্দরবানে রুমায় অবস্থিত। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উত্তর প্রান্তে অবস্থিত মাউন্ট কিলিমানজারোকে “Roof of the Africa” বলা হয়।