বাঙ্গালদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি ?

সঠিক উত্তর: তাজিং ডং
এর অপর নাম বিজয়। তাজিং ডং অর্থ গভীর অরন্যের পাহাড়। এর উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট (মাধ্যমিক ভূগোল), ১৩৭২ মিটার বা ৪৫০০ ফুট (বাংলাদেশ পর্যটন কর্পোরেশন), ১০০৩ মিটার। এটি বান্দরবান জেলায় অবস্থিত। বাংলাদেশের উচ্চতম পাহাড় হচ্ছে গারো পাহাড় (ময়মনসিংহ)। কেওকারাডং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। এর উচ্চতা ১২৩০ মিটার (আন্তজাতিক ভূগোল) ৮৮৩ মিটার। বান্দরবান জেলায় অবস্থিত ২৩০০ ফুট উচ্চতায় চিম্বুক পাহাড় ‘কালা পাহাড়’, ‘পাহাড়ের রানী’ ও ‘বাংলা দার্জিলিং নামে খ্যাত।