বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ কবে প্রকাশিত হয়?

সঠিক উত্তর: ১৮৫৮
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল’ ১৮৫৮ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। এই উপন্যাসটি প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ। ১৮৫৪ খ্রিষ্টাব্দ থেকে ‘মাসিক’ পত্রিকা’য় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে ১৮৫৮ খ্রিষ্টাব্দে গ্রন্থকারে প্রকাশ পায়। তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলোঃ মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় (১৮৫৯) গীতাষ্কুর (১৮৬১) যৎকিঞ্চিৎ (১৮৬৫), অভেদী (১৮৭১)