”আলালের ঘরের দুলাল”-

সঠিক উত্তর: প্রথম বাংলা উপন্যাস
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল "। এটি ১৮৫৭ সালে প্রকাশিত হয়। এ উপন্যাসের উপজীব্য বিষয় ধনীর দুলাল মতিলাল - এর নষ্ট হওয়া, ধূর্ত উকিল বটেলর, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি জীবন্ত চরিত্র।