একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লার্টফর্ম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সঠিক উত্তর: ৬০০
ট্রেনটির গতিবেগ ঘন্টায় ৮৪ কি.মি. সুতরাং, ট্রেনটি ১ সেকেন্ডে যায় ৮৪ * ৫/১৮ = ৪২০/১৮ মিটার/সেকেন্ড৬০ সেকেন্ডে যায় = ৪২০/১৮ * ৬০ = ১৪০০ মিটারসাধারণ একটি ট্রেন কোনো নির্দিষ্ট পথ অতিক্রম করতে চাইলে নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করতে হয়। প্লাটফর্মের দৈর্ঘ্য ৮০০ মি. হলে ট্রেনের দৈর্ঘ্য হবে = (১৪০০ - ৮০০) মিটার = ৬০০ মিটার