'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে' - কার প্রার্থনা?

সঠিক উত্তর: ঈশ্বরী পাটনী
ভারতচন্দ্র রায়গুণাকর বাংলা সাহিত্যের প্রথম ‘নাগরিক কবি ‘ এবং মঙ্গলযুগের শেষ কবি। তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল কাব্য’ (১৭৫২ - ৫৩) রচনা করেন। এ কাব্যের বিখ্যাত চরিত্র ঈশ্বরী পাটনীর অমর উক্তি - ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’।