' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে'- বাংলা সাহিত্যের কোন কাব্যে বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে?

সঠিক উত্তর: অন্নদামঙ্গল
"আমার সন্তান যেন থাকে দুধে ভাতে - - এটি অন্নদামঙ্গল এর দ্বারা ধ্বনিত হয়েছে। পৌরাণিক মঙ্গল কাব্য " অন্নদামঙ্গল - এ বাঙালির এ প্রার্থনা ধ্বনিত হয়েছে। প্রশ্নে প্রদত্ত উক্তিটি করেন ঈশ্বরী পাটনী।