শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান ?

সঠিক উত্তর: ক্রীতদাশের হাসি
১৯৬৬ সালে ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন। পাকিস্তানিদের বিরুপ শাসনের সমালোচনা করা হয়েছে। এটি শওকত সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃতি। উপন্যাসটির জন্য তিনি আদমজী সাহিত্যে পুরস্কার লাভ করেন।