শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

সঠিক উত্তর: ক্রীতদাসের হাসি
কথাসাহিত্যিক শওকত ওসমান 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) উপন্যাসের জন্য ১৯৬৬ সালে আদমজী পুরস্কার লাভ করেন। এ উপন্যাসটিতে প্রতীকশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরুপ শাসনের সমালোচনা করা হয় । এ উপন্যাসের ইংরেজি অনুবাদ করা হয়' A slave Laughs' (১৯৭৬) । 'বনী আদম' (১৯৬৪) শওকত ওসমানের প্রথম উপন্যাস। ' এছাড়া 'জননী' (১৯৬১) , 'চৌরসন্ধি' (১৯৬৮) প্রভৃতি তার প্রখ্যাত উপন্যাস।