মুক্তিযুদ্ধের সময় ' মুজিবনগর' কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?

সঠিক উত্তর: ৮ নং
মুক্তিযুদ্ধের সময় ‘মুজিবনগর’ ছিল ৮ নং সেক্টরের আওতাভুক্ত এলাকা। ‘মুজিবনগর’ ছাড়াও ৮ নং সেক্টরের এলাকাভুক্ত এলাকা হলো – সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অধিকাংশ এলাকা এবং দৌলতপুর - সাতক্ষিরা সড়কের উত্তরাংশ। ৮ নং সেক্টরের সদরদপ্তর ছিল বেনাপোল। ২ নং সেক্টরের আওতাভুক্ত এলাকা হলো – নোয়াখালি জেলা, কুমিল্লা জেলার আখাউড়া - ভৈরব রেললাইন পর্যন্ত এবং ফরিদপুর ও ঢাকার অংশ বিশেষ। ১০ নং সেক্টরের নির্দিষ্ট কোনো সীমানা ছিল না। এটি ৫১৫ জন নৌবাহিনীর কমান্ডোর অধীনস্থ ছিল। ১১ নং সেক্টরের আওতাভুক্ত এলাকা হলো – কিশোরগঞ্জ মহকুমা বাদে সমগ্র ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা।