মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিলো?

সঠিক উত্তর: ৮ নং
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ভাগ করা হয়। সেখান মুজিবনগর ৮ নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। ৮ নং সেক্টরের ব্যাপ্তি ছিল সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অংশবিশেষ এবং দৌলতপুর - সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা।