নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

সঠিক উত্তর: আশ্চর্য
কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয় । যেমন : আ + চর্য আশ্চর্য পর + পর পরস্পর বৃহৎ + পতি বৃহস্পতি এক + দশ একাদশ মনস + ঈষা মনীষা দিব + লোক দ্যুলোক পতৎ + অঞ্জলি পতঞ্জলি ষট্ + দশ ষোড়শ গো + পদ গোষ্পদ হরি + চন্দ্র হরিশ্চন্দ্র তৎ + কার তস্কর প্রায় + চিত্ত প্রায়শ্চিত্ত ।