কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?

সঠিক উত্তর: বন + পতি = বনস্পতি
নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জনসন্ধির উদাহরণঃদিব্+লোক = দ্যুলোকআ+চর্য = আশ্চর্যবৃহৎ+পতি = বৃহস্পতিমনস্+ঈষা = মনীষাগো+য = গব্যহরি+চন্দ্র = হরিশচন্দ্রতৎ+কর = তস্করগো+পদ = গোষ্পদপতৎ+অঞ্জলি = পতঞ্জলিএক+দশ = একাদশষট্+দশ = ষোড়শবন+পতি = বনস্পতিপর+পর = পরস্পরমনে রাখার কৌশলঃদ্যুলোকে প্রায়শ্চিত্ত, একাদশে বৃহস্পতি, ষোড়শী মনীষা, হরিশচন্দ্রকে পতঞ্জলি,আশ্চর্য বিশ্বামিত্র, বনস্পতি তস্কর।