'ক্রীতদাসের হাসি' কার রচনা ?

সঠিক উত্তর: শওকত ওসমান
ক্রীতদাসের হাসি’ নামক উপন্যাসটি রচনা করেন শওকত ওসমান। লেখকের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। ‘আগুন পাখি’ রচনা করেন হাসান আজিজুল হক। আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস হচ্ছে - ‘তেইশ নম্বর তৈলচিত্র’, ‘কর্ণফুলী’, ‘ক্ষুধা ও আশা’ ইত্যাদি। লতার বিখ্যাত কবিতা মানচিত্র। সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস হচ্ছে - ‘লালসালু’, চাঁদের অমাবস্যা’, ‘কাদো নদী কাদো’ ইত্যাদি।