“ক্রীতদাসের হাসি” গ্রন্থটির রচিয়তা কে?

সঠিক উত্তর: শওকত ওসমান
কথাসাহিত্যিক শওকত ওসমান রচিত উপন্যাস হচ্ছে ‘ক্রীতদাসের হাসি’। ১৯৬২ সালে এটি প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে ‘বনি আদম’, ‘জননী’, ‘চৌরসন্ধি’, ‘সমাগম’, ‘জাহান্নাম হইতে বিদায়’, ‘নেকড়ে অরণ্য’ ‘জলাংগী’ প্রভৃতি প্রধান।