কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?

সঠিক উত্তর: অনেক সূর্যের আশা
বাংলা কথাসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রূপকার সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত গ্রন্থগুলো হলো - লালসালু (১৯৪৮) চাঁদের অমাবস্যা (১৯৬৪), কাঁদো নদী কাঁদো (১৯৬৮), নয়নচারা (১৯৫১), দুইতীর (১৯৬৫), বহিপীর (১৯৬০) ইত্যাদি। সুতরাং ওয়ালীউল্লাহর রচনা নয় ‘অনেক সূর্যের আশা’।