সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা'-

সঠিক উত্তর: নিরীক্ষাধর্মী উপন্যাস
সৈয়দ ওয়ালীউল্লাহর 'চাঁদের অমাবস্যা' - নিরীক্ষাধর্মী উপন্যাস। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসে পূর্ব বাংলার অবরুদ্ধ শৃঙ্খলিত সমাজের ভেতরগত গূঢ় চিত্র অঙ্কন করেছেন স্বৈরাচার পিষ্ট সমাজের মানুষের মনোবৈকলিক সংকটের চেহারা উন্মোচন করেছেন । ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের নায়ক একজন স্কুলশিক্ষক নাম আরেফ আলী, ঔপন্যাসিক তাকে যুবক শিক্ষক বলে বারবার অভিহিত করেছেন। তাঁর এক মহৎ সাহিত্য কর্ম ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাস বাংলা সাহিত্যের সার্থক উপন্যাস। উপন্যাসের কাহিনি ও চরিত্রের মধ্যে কাব্যের বৈশিষ্ট্য দানকরে সৈয়দ ওয়ালীউল্লাহ ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসটিকে একটি সার্থক শিল্পসুন্দর উপন্যাস হিসেবে গড়ে তুলেছেন।