'সন্দেশ' কোন শ্রেণির শব্দ?

সঠিক উত্তর: মোলিক
রূঢ় বা রূঢ়ি শব্দ: যেসব প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমন: 'সন্দেশ' শব্দের শব্দ ও প্রত্যয়গত অর্থ 'সংবাদ'। কিন্তু এর প্রচলিত অর্থ 'মিষ্টান্ন বিশেষ'। কাজেই 'সন্দেশ' রূঢ়ি শব্দ। হস্তী, তৈল, বাঁশি ইত্যাদি রূঢ়ি শব্দের উদাহরণ।