'সন্দেশ' কোন শ্রেনীর শব্দ ?

সঠিক উত্তর: রূঢ়ি
রূঢ় বা রূঢ়ি শব্দপ্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ আলাদা হয়, তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। যেমনঃমূল শব্দ শব্দ গঠন ব্যুৎপত্তিগত অর্থ ব্যবহারিক/ মূল অর্থহস্তী = হস্ত + ইন, (হাত আছে যার) একটি বিশেষ প্রাণী, হাতিগবেষণা = গো + এষণা (গরু খোঁজা) ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনাবাঁশি = বাঁশ + ইন, (বাঁশ দিয়ে তৈরি) বাঁশের তৈরি বিশেষ বাদ্যযন্ত্রতৈল = তিল + ষ্ণ্য, (তিল থেকে তৈরি স্নেহ পদার্থ) উদ্ভিদ থেকে তৈরি যে কোন স্নেহ পদার্থপ্রবীণ = প্র + বীণা (প্রকৃষ্টরূপে বীণা বাজায় যিনি) অভিজ্ঞ বয়স্ক ব্যক্তিসন্দেশ = সম + দেশ (সংবাদ) মিষ্টান্ন বিশেষ