৩০ ফুট লম্বা ১টি বাঁশ এমন ভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট ?

সঠিক উত্তর: ১২
ধরি, বড় অংশটুকু = × ফুট ছোট অংশটুকু = 2×/3 ফুট প্রশ্নমতে, = × + 2×/3 = 30 = 3× + 2×/3 = 30 = 30 ফুট 5× = 90 × = 90 ছোট অংশটি 2 × 18/3 = 12 ফুট।