বাংলাদেশের জাতীয় আয় গণানায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়?

সঠিক উত্তর: ১৫
বাংলাদেশে পুরোনো পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের খাত ছিল ১১টি। নতুন পদ্ধতিতে তা দাঁড়ায় ১৫টি। বাংলাদেশে জাতীয় আয়ের খাতগুলো হলো: ১. কৃষি ও বনজ। ২. মৎস্য সম্পদ। ৩. খনিজ ও খনন। ৪. শিল্প। ৫. বিদ্যুৎ, গ্যাস ও পানিসম্পদ। ৬. নির্মাণ। ৭. পাইকারি ও খুচরা বাণিজ্য। ৮. হোটেল ও রেস্তোরাঁ। ৯. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ। ১০. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা। ১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য সেবা। ১২. লোকপ্রশাসন ও প্রতিরক্ষা। ১৩. শিক্ষা। ১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা। এবং ১৫. কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা।