বাংলাদেশের জাতীয় আয় গননায় দেশের অর্থনীতিকে কয়টি খাতে ভাগ করা হয়?

সঠিক উত্তর: ১৫
  একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল বস্ত্রগত ও অবস্ত্রগত দ্রব্য সামগ্রীর ও সেবাপণ্যের আর্থিক মূল্যের সমষ্টি হলো জাতীয় আয় । জাতীয় আয় পরিমাপের পদ্ধতি- তিনটি। যথা: উৎপাদন পদ্ধতি, আয়, পদ্ধতি ও ব্যয় পদ্ধতি । বাংলাদেশের জাতীয় আয় গননায় অর্থনীতিকে ভাগ করা হয়- ১৫টি খাতে।