The Non-Agricultural Tenancy Act, 1949 - এ বর্ণিত অগ্রক্রয় কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে?

সঠিক উত্তর: ভূমি হস্তান্তর
১৯৪৯ সালের অকৃষি প্রজাস্বত্ব আইনটি ভূমি ( Non Agricultural Land) এবং অকৃষি প্রজার ( Non - Agricultural Tenant) ক্ষেত্রে প্রযোজ্য। The Non - Agricultural Tenancy, 1949 এর ২৪ ধারার অধীনে অগ্রক্রয়ের ভিত্তিতে ভূমি হস্তান্তর ( Transfer of Land) করা হয়। ২৩ ধারার ভূমি বিক্রয়ের নোটিশের ৪ মাসের মধ্যে এবং নোটিশ প্রদত্ত না হলে অবগত হওয়ার ৪ মাসের মধ্যে অগ্রক্রয় এর আবেদন করতে হয়। অগ্রক্রয়ের তামাদির মেয়াদ ১ বছর।