The Non-Agricultural Tenancy Act, 1949 এর ২৪ ধারা অনুসারে pre-emption-এর ক্ষেত্রে উক্ত আইনের ২৩ ধারার নোটিশ জারির কতদিনের ভিতর আদালতে মামলা দায়ের কত হবে?

সঠিক উত্তর: চার মাস
অগ্রক্রয়ের আবেদনের সময়সীমাঃ ২৪ ধারার অধীন অকৃষি ভূমির ক্ষেত্রে অগ্রক্রয়ের আবেদন করতে হবে।  ক. অকৃষি জমি হস্তান্তরের নোটিশ প্রদানের তারিখ হতে ৪ মাসের মধ্যে বা খ. যেক্ষেত্রে কোন নোটিশ প্রদাণ করা হয়না, সেই ক্ষেত্রে হস্তান্তর সম্পর্কে অবগত হওয়ার তারিখ হতে ৪ মাসের মধ্যে [ ধারা ২৪(১)]