সুখের লাগিয়া এ ঘর বাধিনু অনলে পুড়িয়া গেলো___ পদটির রচিয়তা কে??

সঠিক উত্তর: ঞ্যানদাশ
জ্ঞানদাস (শ্রীমঙ্গল, মঙ্গল ঠাকুর বা মদনমঙ্গলা নামেও পরিচিত ছিলেন) একজন মধ্যযুগীয় বাংলা কবি। তার জন্ম সিউড়ী ও কাটোয়ার অন্তর্বর্তী কাঁদরা নামক গ্রামে মঙ্গলাখ্য বিপ্রবংশে। তিনি ষোল শতকের পদাবলী সাহিত্যের একজন কবি। তার সুনাম চন্ডীদাস বা বিদ্যাপতির চেয়ে কোন অংশে কম নয়। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু - জ্ঞানদাস এর একটি বিখ্যাত কবিতা।